20 Funny riddles with answers |20 Funny Bangla Dhadha With Answers
২০ টি মজার ধাঁধা উত্তর সহ | 20 Funny Bangla Dhadha With Answers
মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা – Funny bangla dhadha with answers আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা মজার ধাঁধা উত্তর সহ – 20 Funny Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি মজার বাংলা ধাঁধা – 20 Funny Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?
১. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,
পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
উত্তরঃ ব্যাঙ।
২. একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭জন ছেলে আছে।
প্রত্যেক ছেলের একটি করে বোন আছে।
ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত ?
উত্তরঃ ১০ জন।
৩. হাঁস, মুরগি, কবুতর ডিম দেয়
আর গরু, ছাগল, মহিষ দুধ দেয়।
বলতে হবে এমনকে আছে যে
দুধ ও ডিম দুটোয় দিতে পারে?
উত্তরঃ দোকানদার।
৪. দুই অক্ষরে নাম যায় সবদেশেতে রয়
সর্বদেশেই তার সুনাম দুর্নাম স্বাক্ষ্য হয়ে রয়।
উত্তরঃ নদী।
৫. উপর থেকে পরলো বুড়ি
হাত-পা তার আঠার কুঁড়ি।
উত্তরঃ কেল্লা।
৬. এমন একটি ফুল যে হয়
উল্টা-পাল্টা যা-ই করি
একই নাম হয়।
উত্তরঃ লিলি ফুল।
৭. গরমও নয়,
ঠান্ডাও নয়,
তবুও সেটা
ফু দিয়ে খাই।
বলুন তো এটার উত্তর কি ?
উত্তরঃ বাদাম।
৮. ঝাড়ের থেকে এলো খোজা
পিছনে লাঠি, মাথায় বোঝা।
উত্তরঃ আনারস।
৯. হাত আছে পা নাই,
বুক তার কাটা।
আস্ত মানুষ গিলে খায়,
মাথা তার কাটা।
উত্তরঃ সার্ট।
১০. গা করে তার খসর মসর
পাত করে তার ফেনী
ফুল করে তার লাল তামাসা
ফল করে কুস্তনি।
উত্তরঃ শিমূল।
১১. জলে জন্ম ঘরে বাস,
জলেতে পড়লে সর্বনাশ।
উত্তরঃ লবন।
১২. এই ঘরে যাই, ওই ঘরে যাই
দুম দুমিয়ে আছায় খাই।
উত্তরঃ ঝাঁটা।
১৩. জনম গেল দুখে
বুকে আমার আগুন দিয়ে
থাকো অনেক সুখে।
উত্তরঃ হুঁকো।
১৪. সর্প বটে তার চারটি পা
ডিম দেয় না, বাচ্চা দেয়?
উত্তরঃ গুই-সাপ।
১৫. তিন অক্ষরে নাম তার
অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে
জিনিস রাখা যায়।
উত্তরঃ তামাক।
১৬. কাল আমাকে মেরে ছিলে
সয়ে ছিলাম আমি
আজ আমায় মারো দেখি
কেমন বেটা তুমি।
উত্তরঃ মাটির হাড়ি।
১৭. তেল চুকচুক পাতা
ফলের ওপর কাঁট
পাকলে হয় মধুর মতো
বিচি গোটা গোটা।
উত্তরঃ কাঁঠাল।
১৮. আমার মা যখন যায়
তোমার মার পাশে
দুই মা হারিয়ে যায়
নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।
১৯. একটা মাথা তিনটা পা,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়।’
উত্তরঃ সিলিং ফ্যান ।
২০. দুধ দিয়া ফুল সাজে
খাইতে অনেক মিঠা লাগে।
উত্তরঃ সন্দেশ।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel