২০ টি গুগলি ধাঁধা || 20 Googly Bangla dhadha || 20 Tricky Riddles in Bengali | MindYourLogic Dhadha
২০ টি গুগলি ধাঁধা || 20 Googly Bangla dhadha || 20 Tricky Riddles in Bengali
গুগলি ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে গুগলি বাংলা ধাঁধা – Tricky Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - Googly Bangla dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Tricky Riddles in Bengali with
তোমরা সব তৈরী তো ?
১. এমন একটি শহরের নাম বলো, যা খোলা নয়। কিন্তু সত্যি তা নয়, না বলতে পারলে সবে বোকা কয়।
উঃ—ঢাকা।
২. এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চা চিনি, দুধ পানি একটুও নেই।
উঃ—হিরো কাপ।
৩. এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়। তিনটি তাল পড়লে তারা, সমান ভাগে পায়।
উঃ—বাপ, ছেলে, নাতি।
৪. এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল। হীরা মানিক কভু নয়, তার সমতুল।
উঃ—চোখ।
৫. এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে।
উঃ—সর্দি।
৬. এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।
উঃ—বৎসর।
৭. এক গাছে তিন তরকারী, আজব কথা বলি হাড়ি।
উঃ—কলাগাছ।
৮. এক গাছে বহু ফল, গায়ে কাটা কাঁটা। পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা।
উঃ—কাঠাঁল।
৯. এক সাথে সাতটা রঙ, কোথায় থাকে বলো। না পারলে বুঝবো, তুমি বিজ্ঞানে নও ভাল।
উঃ—রংধনু।
১০. এক শালিকের তিন মাথা, দেহ মুখে আঠা। বাক্সের ভিতর ফেলি তবু, যায় দেশ বিদেশ।
উঃ—চিঠি।
১১. এক ঘরে এক থাম। বল কি তার নাম।
উঃ—ছাতা।
১২. আমি যখন এলাম, কেন তুমি এলে না তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে মোরে ছেড়ে গেলে।
উঃ—দাঁত।
১৩. আমি যারে আনতে গেলাম, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম।
উঃ—বৃষ্টিও পানি।
১৪. উপরে চাপ নীচে চাপ, মধ্যেখানে চেরোয় সাপ।
উঃ—জিহ্বা।
১৫. আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই।
উঃ—চাঁদ
১৬. উপর থেকে পড়ল বুড়ি রঙ্গিন জামা গায়, যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়।
উঃ—তাল।
১৭. আমি তুমি একজন দেখবে একই রূপ। আমি কতো কথা কই, তুমি কেন চুপ।
উঃ—ছবি।
১৮. এপারে ঢেউ, ওপারে ঢেউ মধ্যিখানে বসে আছে, বুড়া বেটার বউ।
উঃ—শাপলা।
১৯. আত্মীয়রা বসাতে পারে না ভাগ, চোরে করতে পারে না চুরি। দান করলে হয় না ক্ষয়। বলতো দেখি কোন জিনিষ হয়।
উঃ—জ্ঞান।
২০. ইড়িং বিড়িং তিড়িং ভাই, চোখ দুটি তার মাথা নাই। আছে দুটি বাঁকা হাত, পানিতে বসে খায় ভাত ।
উঃ—কাঁকড়া।
এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel