আপনার বুদ্ধি এবং মস্তিষ্কের পরীক্ষা করার জন্য ৫ টি বাংলা ধাঁধা | 5 Bangla dhadha to test your mind and logic | MindYourLogic Dhadha
আপনার বুদ্ধি এবং মস্তিষ্কের পরীক্ষা করার জন্য ৫ টি বাংলা ধাঁধা | 5 Bangla dhadha to test your mind and logic
বুদ্ধির ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা – Bangla dhadha to test your mind and logic আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বুদ্ধির ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বুদ্ধির ধাঁধা উত্তর সহ – 5 Bangla dhadha to test your mind and logic with answers.
১. বাড়ির মধ্যে কারেন্ট লাগার ফলে লোকটির মৃত্যু ঘটে।
তদন্ত করার জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়।
বাড়ির চাকরকে জিজ্ঞেসা করায় সে বলে যে মালিক একটা বড় বাথটব এ আইস ওয়াটার বাথ এর জন্য তৈরী হচ্ছিল।
তখনি হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে বাথটব এর জলে পড়ে , মালিক জলে পার রাখে এবং কারেন্ট এর জন্য মারা যায়।
মেহুল বুঝে যায় যে চাকর মিথ্যে বলছে।
মেহুল কি করে বুঝল। তোমরা কি বলতে পারবে ?
উত্তরঃ জল তড়িৎ এর কুপরিবাহী হয়। জলে পার্টিক্যাল থাকলে তাতে তড়িৎ পরিবাহিত হতে পারে। কিন্তু ঠান্ডা জল ব্যাড কন্ডাকটর। তাহলে মালিকের কার্রেন্ট কি করে লাগতে পারে। তখনি মেহুল তাকে ধরে ফেলে।
২. কৃষ্ণা স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছেলে ছিল। একদিন নতুন এক শিক্ষক স্কুলে আসে। এবং কৃষ্ণার iq লেভেল জানার জন্য তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। 'Z A O V' এগুলোর মধ্যে কোন অক্ষর টা বাকি গুলো থেকে আলাদা ?
কৃষ্ণা চিন্তায় পড়ে যায় কিন্তু তোমরা কি বলতে পারবে কোন অক্ষরটা আলাদা ?
উত্তরঃ 'O' বাদ দিয়ে বাকিগুলোকে লাইন দিয়ে বানানো যায়। তাই O হলো আলাদা বা odd one out.
৩. পুলিশ এর খবরি খবর দে যে একটা মোড়ে ধামাকা সিং নামের এক ক্রিমিনাল লুকিয়ে আছে। সেখানে সামনে একটা বাস একটা কার এবং একটা ট্রাক দাঁড়িয়ে ছিল। পুলিশ আসে তো খবরি তাকে একটা Black পেন একটা Umbrella এবং Sugar দেয়। পুলিশ বুঝে যায় যে ধামাকা সিং কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বুঝতে পারলে ?
উত্তরঃ Black পেন এর B Umbrella এর U এবং Sugar এর S. হয়ে গেল bus .ধামাক সিং bus এ লুকিয়ে আছে। কিন্তু ধামাকা সিং পুলিশ দেখে পালিয়ে যায়।
৪. শিবম পুলিশ কে বলে যে তার ৫ বন্ধু হাত ধরা ধরি করে রাস্তা পার হচ্ছিলো। পিছন থেকে গাড়ি এসে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পুলিশ বুঝতে পারে যে শিবম মিথ্যে বলছে। কিভাবে ? তোমরা কি বলতে পারবে ?
উত্তরঃ শিবম এবং তার ৫ বন্ধু। অর্থাৎ ৬ জন। যদি হাত ধরা ধরি করে যায় তাহলে সবাইকে একসাথে ধাক্কা দেয়া সম্ভব নয়। দু তিনজন আহত হতে পারে। সেই থেকেই পুলিশ বুঝে যায়।
৫. শিক্ষক বেদা কে ৫ টি নম্বর দে এবং বলে যেকোনো ৩ টি নম্বর কে যোগ করে যোগফল ২২ হতে হবে। নম্বর গুলি হল 8 5 6 1 4. কোন ৩ টি নম্বর যোগ করলে যোগফল ২২ হবে ?
উত্তরঃ 6 কে ঘুরিয়ে দিলে সেটা হয়ে যাবে 9. তাহলে 8 + 5 + 9 =22. বেদা এটার উত্তর দিয়ে দেয়।
এরকম আরো মজার মজার বাংলা ধাঁধা সমাধান করতে এখনই দেখুন MindYourLogic Bangla